তূর্য
মোঃ হেলাল উদ্দিন জিসান
কি সুন্দর নামটা তোমার আয়শা সাদিয়া তুর্য
তোমায় দেখে মুচকি হাসে সকালের ঐ সূর্য।
ঠিক দুপুরে যখন রবি, উত্তাপ ছড়ায় মাথায়
তোমায় দেখে মেঘ ডাকে আর মুখ ঢাকে লজ্জায়।
বিকেলের এই এক কাপ চায়ে তুমি খোলা বারান্দায়
সূর্যটা তখন অস্ত যাবে ভালোবেসেই তোমায়।
খানিকপরে সে দায়িত্বটা পায় অমাবস্যার ঐ চাঁদ,
যে কিনা দেয় পাহারা তোমায় সারা রাত।
ঘুম না আসলে চেয়ো তুমি চাঁদপালিটার পানে
জোনাকি পোকা ঘুম পাড়াবে তোমায় গানে গানে।
সবার মত ভালোবাসার বুলি উড়াবো নাতো
বলবো শুধু রেখো আমায় ভালো বন্ধুর মতো।