কন্ঠ
-নাহিয়ান জামান সাম্য
তার কণ্ঠ ছিল বারুদে ভরা—
যেমন সূর্য ওঠে গলিত স্বর্ণের মতো,
যেমন মিছিলে তার পায়ের শব্দে
ভেঙে পড়ে শাসকের অট্টালিকা।
যেমন জোনাকি নিভে যায় না বন্দুকের নলে,
যেমন কবিতা থেমে যায় না কারফিউর ঘোষণায়।
ঘুমিয়ে থাকা শহরের ঘুম ভাঙানো শব্দ-
সে এখন বিদ্রোহের ধ্বনি,
একটি প্রদীপ—যে নিজে পুড়ে,
অন্ধকারে আলোর ভাষা শেখায়।