1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

লুটের প্রাসাদ-সৈকত ওভি

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

লুটের প্রাসাদ
সৈকত ওভি

চাঁদার তন্ত্র, চাঁদার জীবন,
চাঁদার আগুনে জ্বলে দেশ।
চাঁদা দিলে চলবে ব্যবসা,
না দিলে তোর জীবন শেষ।

চাঁদার মন্ত্রী, চাঁদার জোট,
ভোটের পরে নি:শব্দ মুখ!
চাঁদার টাকায় প্রাসাদ গড়ে,
গরিবের দেশে লুটেই সুখ।

ভোট চাইতে হাঁটে গরিবের তলে,
পায়ে হেঁটে আসে পল্লী-গায়ে।
ভোট পেয়ে সে হয় গরিব রাজা,
চাঁদায় গড়া প্রাসাদপারে!

চাঁদার লুটে দেশটা কাঁদে,
মাটির মানুষ শুকায় হাড়ে!
নেতা-দাদার প্রাসাদ গড়ে,
গরিবের ঘরে শুধু আগুন জ্বলে!

চাঁদার নামে সইতে হয়,
শাসনের নামে শোষণের বেশ।
দাবি তুললে মার, বিচারের শেষ,
কপালে জুটে শুধু মৃত্যুর দেশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট