চাঁদার তন্ত্র, চাঁদার জীবন,
চাঁদার আগুনে জ্বলে দেশ।
চাঁদা দিলে চলবে ব্যবসা,
না দিলে তোর জীবন শেষ।
চাঁদার মন্ত্রী, চাঁদার জোট,
ভোটের পরে নি:শব্দ মুখ!
চাঁদার টাকায় প্রাসাদ গড়ে,
গরিবের দেশে লুটেই সুখ।
ভোট চাইতে হাঁটে গরিবের তলে,
পায়ে হেঁটে আসে পল্লী-গায়ে।
ভোট পেয়ে সে হয় গরিব রাজা,
চাঁদায় গড়া প্রাসাদপারে!
চাঁদার লুটে দেশটা কাঁদে,
মাটির মানুষ শুকায় হাড়ে!
নেতা-দাদার প্রাসাদ গড়ে,
গরিবের ঘরে শুধু আগুন জ্বলে!
চাঁদার নামে সইতে হয়,
শাসনের নামে শোষণের বেশ।
দাবি তুললে মার, বিচারের শেষ,
কপালে জুটে শুধু মৃত্যুর দেশ।