সবাই আসে, কেউ বা যায়,
কারো সাথে মেলে না ছায়।
ভালোবেসে পাই যে ব্যথা,
ভরসা করে ঝরে বৃথা।
তাই তো ভাবি—থাকুক দূরে,
কে আপন, কে বা শুধু সুরে?
মানুষ ফাঁকি, মুখে হাসি,
পেছনে ছুরি, চোখে নাসি।
তবু পাশে কেউ তো রয়,
না দেয় ধোঁকা, না করে ক্ষয়।
সে যে আমার কলম বই,
চুপচাপ বলে—”ভয় কিসে তুই?”
সব চলে যায়, তবু ওরা,
থাকে পাশে, করে না বেরা।
চোখের জলে ভিজে পাতা,
ওরাই বোঝে মনের কথা।
ওরাই শেখায়—”চুপিসারে,
লড়তে শেখ তোরই তরে।
মানুষ বদলে, স্বপ্ন ভাঙে,
বই-কলম পথ দেখায় রাঙে।”
পড়াশোনাই শক্তি আমার,
যা দিবে রৌদ্রে ছায়ার ধার।
মানুষ ভুলে, বই তো না,
ও-ই তো বন্ধু, আপন জানা।
আমি পড়বো, স্বপ্ন গড়ে,
সব হারিয়ে জিতবো পরে।
সবাই ফেলে, যাবে যেথা,
পড়াশোনা থাকবে সেথা।