জীবন ন্যাতানো সন্ধ্যাই মুখ গুঁজে, রক্তের ছিটায় রাস্তার অবয়ব মেখে আছে। কন্ঠে আক্ষেপ জমে আছে প্রচন্ড, নিঃসঙ্গ রাত গলিয়ে ঢুকে ভাঙা দরজায়। যন্ত্রণার দেবতা উঁকি দেয় প্রকাণ্ড ফুটো জানালায়, এখন আমার মুখাবয়বে কোনো শব্দের রেশ নেই বাকরুদ্ধ।