নিন্দুক তুমি নিন্দা করছো
হচ্ছে আমার ভালো,
ভুল-ভ্রান্তি শুধরে এখন
পাচ্ছি সঠিক আলো।
নিন্দা করে পুণ্য তুমি
দিচ্ছো এখন আমায়,
আমার গুনাহ নিচ্ছো তুমি
তোমার আমলনামায়।
নিন্দা করে ঘুরে বেড়াও
নিজেকে ভাবো ভালো,
চোখ মেলে দেখো তোমার
ভিতরটা কতো কালো ।
পরনিন্দা করে যারা
নয়তো ভালো মানুষ,
সুযোগ পেলেই লোকের থেকে
খায় তারা ঘুষ।
সমাজে তারা ঘুরে বেড়ায়
এটাই তাদের কাজ,
পরনিন্দা ছাড়ো তুমি
থাকে যদি লাজ ।