তুমি অনেক ভাগ্যবতী
বর্ষা আক্তার পিচ্চি
আমাকে ভালোবাসার মতো কিছুই ছিল না,
রাতদুপুরে নেশা করে বাড়ি ফিরতাম
অকর্মা ভ্যাদাইমা বলেই সবাই জানত
জন্মদাতা বাবা মা ও আমাকে বোঝা মনে করত
কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়ায় নিজেদের অপরাধী মনে করত।
তুমি অনেক ভাগ্যবতী,
সুদর্শন শিক্ষিত রুচিসম্মত সঙ্গী পেয়েছো
তোমার সাথে ভীষণ রকম মানায়
তোমাকে বড্ড ভালোবাসে,
তোমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ
অথচ তোমার চাহনিতে আমি ছিলাম,
খানিকটা ধোঁয়াসার মতো
আবছা দেখায় হৃদয় গহীনের ভাষা ঝাপসা হয়ে যেত।
তুমি অনেক ভাগ্যবতী,
কারণ আমার অনিশ্চিত জীবনের সঙ্গে তোমার জীবনটা জোরাওনি।