কেমন হতো যদি আমাদের ক্ষুধা না লাগতো?
তাহলে মানুষ কি ক্ষুধাই মরতো?
কেমন হতো যদি পানি শেষ হয়ে যেতো?
তাহলে কি মানুষ অপচয় করতো?
কেমন হতো যদি রাত না হতো?
তাহলে কি মানুষ ঘুমাতে পারতো?
কেমন হতো যদি সময় আটকানো যেতো?
তাহলে কি সময়ের মর্ম কেউ বুঝতো?
কেমন হতো যদি অসুখ না থাকতো?
তাহলে কি ওষুধ কেউ বানাতো?
কেমন হতো যদি মানুষ না মরতো?
তাহলে এই পৃথিবী কী অগণিত নিয়ে চলতো?
কেমন হতো যদি সবাই ধনী হতো?
তাহলে ভিক্ষা কে করতো?
কেমন হতো যদি ভালোবাসা না থাকতো?
তাহলে কি পৃথিবীতে হিংসার রাজত্ব চলতো?