রাতের আঁধার, পথ হারায়,
পাপের জ্বালায় হৃদয় জ্বলে,
তবুও আশা একটাই আমার—
আল্লাহ রয়েছেন অন্তরে, ফলে।
নবীর দেখানো সে সুন্নাহ পথ,
চিরসত্য, চিরঞ্জীব,
সেখানে আছে শান্তি লুকায়,
প্রেম, দয়া আর তওবার দীপ।
কাজে যদি আসে এ জীবনটা,
রাহমতের ছায়ায় ভিজে মন,
জান্নাতের আশা জাগে বুকে,
কাঁদে চোখ, জেগে আত্মাবরণ।
দিনের শেষে হিসাব হবে,
লুকানো কিছু থাকবে না আর,
তাই আজই তওবা করি,
নামাজে ফিরি বারেবার।
আল্লাহ, তুমি করো ক্ষমা,
নবীর উম্মত হয়ে করি দোয়া,
হেদায়াত দাও, সরল করো পথ,
এই দুনিয়ায় হোক আখিরাতের জোয়া।