মন ভাল থাকে যেন
হেলাল বিন ইলিয়াছ
ওঠো খোকা, ওঠো খুকু,
আজান ভেসে আসে,
দুয়ার খুলে, নামাজে চলো,
বাইরে রহমত ভাসে।
নামাজ পড়ে যেজন আর
সৎ পথে চলে
তার তরে রহমত নামে,
খোদার কৃপা ঝরে।
মধুর সুরে কোরআন পড়
তসবিহ জপো হাতে
“বিসমিল্লাহ” বলে কাজ শুরু হোক
বরকত আসবে তাতে।
মা-বাবার কথা শোন,
গুরুজন কে করিও সম্মান
ছোটদের দিও স্নেহ
তাতে বাড়বে তোমার মান।
মোবাইলে খেলা বন্ধ করে
মাঠে করো খেলা
সময়ের কাজ সময়ে কর।
করিওনা হেলা