প্রতিবেদক: সাজ্জাদ হোসেন।
পটিয়া থানার অন্তর্গত গত ৬ নং কুসুমপুরা ইউনিয়নের ৪নং বিনানিহারা গ্রামের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম, অবসর গ্রহণ করছেন উপজেলা নির্বাচন অফিসার হিসেবে তার দায়িত্ব পালন শেষে। দীর্ঘ কর্মজীবনের এক অনন্য অধ্যায়ের অবসান ঘটলো আজ।
তিনি তার কর্মময় জীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নেতৃত্বে পেকুয়া উপজেলায় নির্বাচন সংক্রান্ত প্রতিটি কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। একজন দক্ষ প্রশাসক হিসেবে যেমন তিনি প্রশংসিত।
সম্মাননা স্বারক প্রদান করার সময় কক্সবাজার জেলা নির্বাচন অফিসার, রেজাউল করিম সাহেবের এই বিদায়ে আমরা যেমন বিষণ্ন, তেমনি কৃতজ্ঞ কারণ তিনি আমাদের মাঝে রেখে গেলেন অগণিত প্রেরণা, শিক্ষা ও মানবিকতার দৃষ্টান্ত।তার আগামীর জীবন হোক সুস্থ, সুন্দর ও সুখময় হোক এই কামনা করেন তিনি।মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসার, দীর্ঘ ৩৮ বছর চাকুরী জীবন শেষে গত ৩০/০৬/২০২৫ ইংরেজি তারিখে পেকুয়া উপজেলা নির্বাচন অফিস হতে অবসর গ্রহণ করেন।