1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Waste To Resource’ ও ‘GSTU Cleaning Project’-এর উদ্যোগে গোবিপ্রবিতে Waste Audit সম্পন্ন পড়ন্ত বিকেলের নামহীন আপনজন -সামান্তা কবির পৌরসভা ১নং ওয়ার্ড হযরত ইমাম হোসাইন ইসলামি ফাউন্ডেশন এর উদ্যোগে আজিমুশশান ৬তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত যুব নিশান ক্লাব নির্বাচনে সহ–সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নমিনেশন ফরম জমা দিলেন তরুণ ব্যবসায়ী খোকন মিয়া কবিতা-এম. হেলাল বিন ইলিয়াছ পারিবারিক শত্রুতার জেরে স্কুল পড়ুয়া এক ছাত্রকে হত্যার চেষ্টা রক্তের প্রবাল-সাহেদ আহমেদ রেজা পটিয়ায় আল মুজতবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত পটিয়ার কণ্ঠস্বর-মোহাম্মদ শহীদুল আলম শরীয়াভিত্তিক ব্যাংকে গণহারে কর্মী ছাঁটাই।চাকরি যাবেনা গ্লোবাল ইসলামি ব্যাংকের কর্মকর্তাদের

দুই কিডনিই নষ্ট সাতকানিয়ার আব্দুল হামিদের-তাকে বাঁচাতে এগিয়ে আসার আহবান পরিবারের

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

প্রতিবেদন:শহিদুল ইসলাম কায়েস (সাতকানিয়া প্রতিনিধি )

২০১৭ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান আব্দুল হামিদ। প্রথমে আত্মীয়ের দোকানে কাজ করলেও পরে একটি ওষুধের দোকানে স্থায়ীভাবে চাকরি শুরু করেন। ভালোই চলছিল সব। কিন্তু গত বছরের শেষের দিকে হঠাৎ পিঠে অসহ্য ব্যথা শুরু হয়। রাতের ঘুম হারাম হয়ে যায়। সেখানকার চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ নেন, তবে অবস্থার উন্নতি হয়নি। আত্মীয়স্বজনের কথামতো দেশে ফেরেন চিকিৎসার জন্য।
দেশে ফিরে ছুটতে থাকেন হাসপাতাল থেকে হাসপাতালে। চট্টগ্রামের বিভিন্ন প্রাইভেট ও সরকারি হাসপাতাল ঘুরে অবশেষে চিকিৎসকরা জানান—তার দুটি কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে।
বর্তমানে রাজধানীর ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে হচ্ছে হামিদকে। প্রতিবার খরচ হয় প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা। এর পাশাপাশি ওষুধ ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে মাসিক খরচ দাঁড়ায় কয়েক লাখ টাকা। হামিদ বলেন, কিডনি ট্রান্সপ্লান্ট করাতে প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। এই টাকার এক তৃতীয়াংশ জোগাড় করতেও আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই দেশের মানুষের কাছে আর্থিক সাহায্য চাইছি।
আব্দুল হামিদ কান্নাভেজা গলায় আরও বলেন, আমি সুস্থ হতে চাই। আমার ছোট্ট ছেলেটার মুখ চেয়ে বাঁচতে চাই। আমি জানি না ভবিষ্যৎ কেমন, কিন্তু মানুষের সাহায্যে যদি চিকিৎসা চালিয়ে যেতে পারি, হয়তো আবারও হেঁটে বেড়াতে পারবো। আমি দেশের প্রধান উপদেষ্টাসহ সবার কাছে অনুরোধ করছি, আমাকে সাহায্য করুন।
আব্দুল হামিদ আরও বলেন,ওর চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য এখনই বিপুল পরিমাণ টাকা দরকার। একা একা এই খরচ চালানো অসম্ভব। তাই সবাই যদি এগিয়ে আসে, তাহলে হয়তো সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

আব্দুল হামিদ খুবই ভদ্র ও পরিশ্রমী ছেলে। পরিবার চালাতে বিদেশে গিয়ে সব করেছে। আজ জীবন-মরণ সংকটে পড়েছে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ- এই এলাকার ছেলেটিকে বাঁচাতে এগিয়ে আসুন।

এ অবস্থায় তার পরিবার সন্তানকে নিয়ে বেঁচে থাকার আশায় সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নং- 20502940201800214, ইসলামী ব্যাংক, কেরানীহাট শাখা, চট্টগ্রাম। তার বিকাশ নম্বর: ০১৩১৭-৪৯০১০৯, নগদ: ০১৮৫২-৭৭৭১০৬।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট