তোমার জন্য
মোহাম্মদ ফরহাদ
তোমার চোখে দেখি ভোরের আলো,
সেই আলোয় জাগে প্রেমের ভালো।
তোমার হাসি জোছনার মত,
তোমার মায়ায় কেটে যায় হৃদয়ের ক্ষত
তোমার কথায় বাজে সুরের ঢেউ,
তোমায় মতন নেই আর কেউ
তোমার ছোঁয়ায় বেঁধে রাখি মন,
তোমার ছায়ায় পাই শান্তি অনন।
তুমি আছো বলে বাঁচতে শিখি,
তোমার নামেই হৃদয় লিখি।
তোমার পাশে সহজ হয় পথ
তুমি পাশে থাকলে শত্রু হয় বধ
তোমার জন্যই স্বপ্ন গাঁথি,
তোমার ছায়ায় থাকি মাতি।
তোমায় ভালোবাসা জগৎকে বলি,
তোমার মায়ায় আমি পথ চলি