1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আল মুজতবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত পটিয়ার কণ্ঠস্বর-মোহাম্মদ শহীদুল আলম শরীয়াভিত্তিক ব্যাংকে গণহারে কর্মী ছাঁটাই।চাকরি যাবেনা গ্লোবাল ইসলামি ব্যাংকের কর্মকর্তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী-মোহাম্মদ শহিদুল আলম। চিঠি দিবসে “আহমেদ রাজুর” বিশেষ কলাম হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে, প্রধান শিক্ষকের মিথ্যা মামলার কঠোর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি(কামরুজ্জামান) এর দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ বিদ্রোহের আলোয় তুমি অমর -চাতক শাকিল নজরুল স্মরণে —জাফর আহম্মেদ মুগ্ধ বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিলের আয়োজন

পটিয়ায় আল মুজতবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

আল মুজতবা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটি বর্ণাঢ্য ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা জামাল উদ্দীন রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছালেহ আহমদ-হাছান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসেন হিরু। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব রেজাউল করিম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহের সল্ট ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারীরা জনাব মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গাউসীয়া কমিটি জংগলখাইন ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী, মধ্য বড়লিয়া আ’লা হযরত পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জয়নাল আবেদীন চৌধুরী, আঞ্জুমানে রজভীয়া নূরিয়া ট্রাস্টের অর্থ সম্পাদক আলহাজ্ব জহির আহমদ সওদাগর, মেহেরাটি নুরুদ্দীন শাহ দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহ সভাপতি কাজী আবুল কালাম আযাদ, ইঞ্জিনিয়ার আমান উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব কাজী মফিজুর রহমান।
এছাড়া শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ইসলামী জ্ঞান প্রতিযোগিতা, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কুরআন-হাদীস, ইসলামি ইতিহাস, আক্বিদা ও সাধারণ জ্ঞানের উপর প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের জ্ঞান ও প্রতিভা প্রদর্শন করে।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সেমিনার।
সেমিনারে মুল বক্তব্য উপস্থাপন করেন তরুণ আলেম, ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ইমরান হোসেন কাদেরী এবং মাওলানা মুহাম্মদ ইব্রাহিম। যেখানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ, তাঁর দয়া, ভালোবাসা, মানবসেবামূলক কর্মকাণ্ড, এবং তরুন শিক্ষার্থীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচকবৃন্দ বলেন—

রাসূলুল্লাহ ﷺ সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর শিক্ষা ও আদর্শের আলোকে চললেই সমাজে শান্তি, সৌহার্দ্য ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্যে নবীজীর শানে দরুদ ও সালাম পাঠ করা হয় এবং তরুণ প্রজন্মকে সুন্নাহ অনুসরণে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান ফাউন্ডেশনের পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক জনাব ফারুক আহমদ, নুরুল আলম রুবেল।
উপস্থিত ছিলেন ইফতেখার উদ্দিন জনি, ফখরুদ্দিন রাজি, নেজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি আয়োজনের মাধ্যমে আল মুজতবা ফাউন্ডেশন নবীজীর মহিমা প্রচার ও ইসলামী শিক্ষার বিকাশে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট