1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যার প্রধান আসামী ফায়াদ গ্রেপ্তার। চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায় সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন আজ বাপিডিপ্রকৌস চট্টগ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পটিয়ায় আল মুজতবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

আল মুজতবা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটি বর্ণাঢ্য ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা জামাল উদ্দীন রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছালেহ আহমদ-হাছান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসেন হিরু। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব রেজাউল করিম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহের সল্ট ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারীরা জনাব মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গাউসীয়া কমিটি জংগলখাইন ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী, মধ্য বড়লিয়া আ’লা হযরত পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জয়নাল আবেদীন চৌধুরী, আঞ্জুমানে রজভীয়া নূরিয়া ট্রাস্টের অর্থ সম্পাদক আলহাজ্ব জহির আহমদ সওদাগর, মেহেরাটি নুরুদ্দীন শাহ দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহ সভাপতি কাজী আবুল কালাম আযাদ, ইঞ্জিনিয়ার আমান উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব কাজী মফিজুর রহমান।
এছাড়া শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ইসলামী জ্ঞান প্রতিযোগিতা, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কুরআন-হাদীস, ইসলামি ইতিহাস, আক্বিদা ও সাধারণ জ্ঞানের উপর প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের জ্ঞান ও প্রতিভা প্রদর্শন করে।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সেমিনার।
সেমিনারে মুল বক্তব্য উপস্থাপন করেন তরুণ আলেম, ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ইমরান হোসেন কাদেরী এবং মাওলানা মুহাম্মদ ইব্রাহিম। যেখানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ, তাঁর দয়া, ভালোবাসা, মানবসেবামূলক কর্মকাণ্ড, এবং তরুন শিক্ষার্থীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচকবৃন্দ বলেন—

রাসূলুল্লাহ ﷺ সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর শিক্ষা ও আদর্শের আলোকে চললেই সমাজে শান্তি, সৌহার্দ্য ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্যে নবীজীর শানে দরুদ ও সালাম পাঠ করা হয় এবং তরুণ প্রজন্মকে সুন্নাহ অনুসরণে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান ফাউন্ডেশনের পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক জনাব ফারুক আহমদ, নুরুল আলম রুবেল।
উপস্থিত ছিলেন ইফতেখার উদ্দিন জনি, ফখরুদ্দিন রাজি, নেজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি আয়োজনের মাধ্যমে আল মুজতবা ফাউন্ডেশন নবীজীর মহিমা প্রচার ও ইসলামী শিক্ষার বিকাশে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট