প্রিয়
অবন্তিকাপ্রিয় তুমি ভাবো এতো বিচ্ছুরিত প্রেম কোত্থেকে আসে, তাইতো?
এই তোমার গালের টোল, ঠোঁটের তিলক।
আর এই অপূর্ব স্বাদের অনুভূতিগুলোই উৎক্রান্তি পায় আমার বাকবৈদগ্ধে, কবিত্বকলায়, সাহিত্যে।
শব্দতরঙ্গের বেলাভূমিতে আদভজাতিকে রুচি ও শৈলির সাক্ষরে হয়ে উঠে সাহিত্যগাথা প্রেমো প্রহর।
তোমার গুন-রূপ মানসলোকে কত ছায়াছবি।
মন তো ঢের শিথিল বিশ্রামে আচ্ছন্ন করে আমায়।
বিচিত্র রূপিনী অনেক বর্ণের রেখাঙ্কণ ভিরকুটি।
এতো প্রাঞ্জলতা কোথায় পাবো বলো?
শেষ হয়ে গেছে ইচ্ছা আদলে।ইতি
লাবণ্যআহমেদ রাজু
(কবি ও লেখক)