মুহাম্মদ আজম (সাতকানিয়া-লোহাগাড়া)
আজ ৩১জুলাই২০২৫ তারিখে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-(২০২৫ থেকে ২০২৮) ৩ বছরের জন্য ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এবারের নির্বাচনে সর্বমোট ৯টি পদের জন্য ৩১ জন হেভি ওয়েট প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রত্যেক ভোটার সর্বমোট একটা করে মোট ১২ টি ভোট প্রদান করেন। রাত ১১টার দিকে নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়। কেরানীহাট প্রগতিশীল ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি_বার্ষিক নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে যথাক্রমে
সভাপতি-জয়নাল আবেদীন
সিনিয়র সভাপতি- ফরিদুল আলম
সহ সভাপতি- মো মহিউদ্দিন
সাধরণ সম্পাদক – মো মুরশেদ
অর্থ সম্পাদক- আবদুল হামিদ
সাংগঠনিক সম্পাদক – আবদুল গফুর
প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ শাহেদ
ধর্মীয় সম্পাদক – মো নজরুল
পরিচালক – মোহাম্মদ সুমন
পরিচালক – ওমর ফারুক
পরিচালক – মোহাম্মদ খোরশেদ
পরিচালক – মোহাম্মদ রুবেল
ভোটারদের (ব্যবসায়ী) প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা আগামী ৩ বছরের জন্য কার্যকরী পরিষদ পরিচালনা করবেন।