বাংলাদেশকে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসীযুদ্ধ পরিকল্পনার সাথে সম্পর্কিত করতে জাতিসংঘের ব্যানারে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টইেনার টার্মিনাল ডিপি ওয়াল্ডকে ইজারা দেওয়ার তৎপরতা, মার্কিন-বাংলাদেশের যৌথ সামরিক মহড়াসহ ইতাদি তৎপরতার সাথে সম্পৃক্ত করার অপতৎপরতার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী গণতান্ত্রকি শক্তি ও জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতৃবৃন্দ
(সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম)
আজ ৩০ জুলাই ২০২৫ বুধবার সকাল ১১টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টরে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবরে সামনে সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, মোহাম্মদ ইয়াছিন ও ঢাকা মহানগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান প্রমুখ। সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বক্তাগণ মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ড. ইউনুছের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আন্তঃসাম্রাজ্যবাদীযুদ্ধে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতূ বাংলাদেশকে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসীযুদ্ধ পরিকল্পনার সাথে সম্পর্কিত করতে জাতিসংঘের ব্যানারে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টইেনার টার্মিনাল ডিপি ওয়াল্ডকে ইজারা দেওয়ার তৎপরতা, মার্কিন-বাংলাদেশের যৌথ সামরিক মহড়াসহ ইতাদি তৎপরতার সাথে সম্পৃক্ত করার অপতৎপরতার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী গণতান্ত্রকি শক্তি ও জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সাথে সাথে বাংলাদেশকে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও তাদের প্রতিপক্ষ চীন-রাশিয়ার আগ্রাসীযুদ্ধে সম্পৃক্ত করার বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন-সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।