1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আল মুজতবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত পটিয়ার কণ্ঠস্বর-মোহাম্মদ শহীদুল আলম শরীয়াভিত্তিক ব্যাংকে গণহারে কর্মী ছাঁটাই।চাকরি যাবেনা গ্লোবাল ইসলামি ব্যাংকের কর্মকর্তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী-মোহাম্মদ শহিদুল আলম। চিঠি দিবসে “আহমেদ রাজুর” বিশেষ কলাম হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে, প্রধান শিক্ষকের মিথ্যা মামলার কঠোর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি(কামরুজ্জামান) এর দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ বিদ্রোহের আলোয় তুমি অমর -চাতক শাকিল নজরুল স্মরণে —জাফর আহম্মেদ মুগ্ধ বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিলের আয়োজন

গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক:হৃদয় চক্রবর্তী।
আজ ২৮ জুলাই ২০২৫, সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার সহযোগী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র উদ্যোগে গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সনাক-টিআইবি পটিয়ার এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক পটিয়ার সহ-সভাপতি আবদুর রাজ্জাক। উপস্থিত ছিলেন গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমা তালুকদার, পম্পী ভট্টাচার্য, রুম্পা দে, দিদারুল আলম, খালেদা পারভিন আকতার, এসিজির সমন্বয়ক নিশু দাশ প্রমি, সহ-সমন্বয়ক সুপ্রিয়া দেব, এসিজি সদস্য প্রীতম দাশ, অভিভাবক সদস্য কামরুন্নাহার বেগম, ইয়েস সদস্য ফাইজা ইসলাম ও চন্দ্রা চক্রবর্তী।

অ্যাডভোকেসি সভায় কমিউনিটি অ্যাকশন সভা ও কমিউনিটি মনিটরিংয়ে প্রাপ্ত সমস্যাসমূহ আলোচনা ও সমাধানের জন্য করনীয় নির্ধারণের জন্য উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। আলোচনায় বিদ্যালয়ের সীমানা বিদ্যালয়ে সময়মত ও নিয়মিত পাঠদান, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা, অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন, সময়মত শিক্ষকদের আগমন-প্রস্থান নিশ্চিত করা, এসএমসি কমিটি গঠন, শিক্ষার্থীদের ডায়েরির ব্যবহার, প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ ব্যবহার, গনিত বিষয়ে আরো জোর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় মুক্ত আলোচনায় অংশ নিয়ে সবাই স্ব-স্ব মতামত উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সনাক সহ-সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাক বলেন, বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের মনিটরিং ও শিক্ষকদের আন্তরিকতায় বিদ্যালয়টির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত বছরের তুলনায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়ের মানোন্নয়নে অভিভাবকদের পরামর্শ আমলে নিয়ে শিক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথ অনুসরণ করার পরামর্শ দেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে প্রধান শিক্ষকের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। এখানে এসিজি সহায়কের ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক বলেন, বিদ্যালয়ের উন্নয়নে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে। সনাকের চলমান কার্যক্রম বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকার রাখছে। চিহ্নিত সমস্যার মধ্যে কিছু কিছু ইতোমধ্যে সমাধান হয়েছে। কিছু সমস্যা ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি সনাকের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট