1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক:রাহুল বড়ুয়া

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত দশটার দিকে স্থানীয় সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। তার নাম মো. রায়হান (২০)। সে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে। কাতারের হোমসালাল মোহাম্মদ নামক জায়গায় থাকতো সে।
নিহত রায়হানের প্রতিবেশী মাহমুদুল আলম জানান, সে তার নিজের গাড়িতে করে ফুড ডেলিভারি দিতো। সোমবার রাতে ফুড ডেলিভারি দেয়ার সময় তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গাড়ি থেকে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কাতারের হামেদ হসপিটাল মর্গে রয়েছে।
তিনি আরও জানান, পরিবারের দুই ভাইয়ের দু’জনেই থাকেন কাতারে। ৪-৫ বছর পূর্বে বড়ভাই যাওয়ার পর দুই বছর আগে ছোটভাই রায়হানকে কাতারে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে সে গাড়ির লাইসেন্সও নেয় এবং একটি গাড়িও ক্রয় করে। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট