1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস- পরীক্ষা বন্ধসহ শিক্ষার্থীদের দুই নির্দেশনা

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মোহাম্মদ রিফাত ইসলাম

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতিতে আগামীকাল রবিবার (২০ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধসহ শিক্ষার্থীদের দুই নির্দেশনা মেনে চলতে বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জে কারফিউ জারি করা না হলে আগামীকাল রবিবার (২০ জুলাই ২০২৫), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সোমবার (২১ জুলাই ২০২৫) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) পরিচালিত হবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।’

এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিম্নোক্ত দুটি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। প্রশাসন থেকে বলা হয়েছে, গোপালগঞ্জের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে চলাচলের সময় অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখা। এ ছাড়া কোনো শিক্ষার্থী যদি কোনো সমস্যায় পড়েন (আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সন্দেহভাজন হিসেবে আটক হন), তাহলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে (প্রক্টর দপ্তর) জানানোর জন্য বলা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট