নিজস্ব প্রতিবেদক :
পটিয়ায় ১নং ওয়ার্ড ওখাড়া কাগজীপাড়া, পটিয়া পৌরসভায় হযরত ইমাম হোসাইন রাঃ ইসলামি ফাউন্ডেশনের পূনাঙ্গ কমিটি ঘোষণা এবং সংগঠনের ৬বছর পূরণ ও আহলে বায়তে রাসুলের স্মরণে ২২মুহররম ১৮জুলাই রোজ শুক্রবার শোহদায়ে কারবালা মাহফিল দোয়া মাহফিল, খতমে গাউসিয়া, শরবত বিতরণ কর্মসূচি, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান ওয়ায়েজ হিসাবে উপস্থিত থাকবেন ওখারা হাজী মীর কাশেম জামে মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ ইদ্রিছ কাদেরী (মাঃদাঃজি) এবং বিশেষ ওয়ায়েজ হিসাবে উপস্থিত থাকবেন ওখাড়া তৈয়বিয়্যা গাউছিয়া ফোরখানিয়া মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ আলী হোসাইন আল-কাদেরী।
উক্ত সংগঠনের সভাপতি পদে রবিউল হোসেন সিফাত
সহ-সভাপতি পদে মীর মুহাম্মদ নুরুল হাকিম
সাধারণ সম্পাদক পদে নকিবুল হাসান ওভি
প্রচার সম্পাদক পদে মীর মুহাম্মদ মিজবা কাদের
অর্থ সম্পাদক পদে আজিজুল হক জনি
সহ-অর্থ সম্পাদক পদে মোহাম্মদ হাসান (সাইমন)
সিনিয়র সচিব পদে মুহাম্মদ মুরশেদ যুগ্মসচিব পদে
মুহাম্মদ তাহসিন, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ ইমরান হোসেন ইমন সদস্য সচিব পদে আতিকুল ইসলাম বিজয় সদস্য পদে মুহাম্মদ সামির,মিনহাজুল ইসলাম নিরব,মুহাম্মদ শিহাব,মুহাম্মদ আহাদ মুহাম্মদ ইমরান,নির্বাচিত হয়েছেন।