নিজস্ব প্রতিবেদক :
আগামি ২৫’শে জুলাই বৃহত্তর নাইখাইনের তরুনদের আয়োজনে নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সূফি সঙ্গীতের আসর।
উপস্থিত থাকবেন জনপ্রিয় নাত’খা মোহাম্মদ মিনহাজ এবং পটিয়ার জনপ্রিয় নাত’খা মোহাম্মদ মে’রাজ কাদেরী। এবং আরো সংগীত পরিবেশন করবেন টিম সুরের তরী। উক্ত ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে যোগ দেওয়ার জন্য আহবান করেন আয়োজকরা