প্রতিবেদক: হেলাল বিন ইলিয়াছ
প্রবল ভারি বর্ষণে পাহাড় থেকে পানি এসে সাতকানিয়া ‘র ডলু নদীর পানি বিপদ সীমার উপরে। সাতকানিয়া সদর ও সাতকানিয়া পার্শ্ববর্তি এলাকায় পানির বিপদ সীমার কারণে যে কোন সময় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নদীর পার্শ্ববর্তী এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাতকানিয়া পার্শ্ববর্তী এলাকা- ছমদরপাড়া, রোজমরপাড়া,সতিপাড়া, আলিনগর, ইসামতি,রামপূর সহ নদীর তীরবর্তি এলাকা রেড সিঙ্গেল রাখা হয়, তাই ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি সহ জরুরি অবস্থার আগে সতর্কতা জরুরি, সেই সাথে জরুরি সরঞ্জাম, চিকিৎসা ঔষধ ও শুকনো খাবার সংগ্রহের জন্য বলা হচ্ছে।