চট্টগ্রামের পটিয়ায় ছেলেকে চুল কাটতে বাধ্য করায় মোহাম্মদ রাসেল (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সে পটিয়া উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রামের মোহাম্মদ শরীফের পুত্র।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বসতঘরের বিমের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ছেলেটি আ-ত্ম-হ-ত্যা করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ছেলেটিকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত রাসেলের মা শারমিন আক্তার দুই বিয়ে করেন। প্রথম বিয়ে করেন মোহাম্মদ শরীফকে। প্রথম ঘরের সন্তান রাসেল। তার পিতা শরীফ মালয়েশিয়া চলে গেলে মা শারমিন দ্বিতীয় বিয়ে করেন গুচ্ছগ্রাম এলাকার মোহাম্মদ সেলিমকে। বৃহস্পতিবার ছেলের চুল কাটতে তার মা বাধ্য করলে সে অ-ভিমান করে ঘরের বিমের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মোহাম্মদ সেলিম নিহত রাসেলের দ্বিতীয় ঘরের পিতা। তিনি জানিয়েছেন, তার মা চুল কাটতে বাধ্য করায় আত্মহত্যা করেছে ছেলে। বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন তথ্য পায়নি বলে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান।