পটিয়ায় ব্যাংকার দের আন্দোলনে অংশ নেয়নি খোদ চাকরিচ্যুত বেশিরভাগ ব্যাংকারই
গত বছরের আগষ্টে হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এই আলমের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংক হতে কর্মী ছাটাই শুরু হয় যাদের বেশির ভাগের বাড়ি চট্টগ্রামে পটিয়া ও আশেপাশের থানাগুলোতে। বাংলাদেশ ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক হতে পালাক্রমে হাজার হাজার কর্মী স্থায়ীভাবে ছাঁটাইকরণ করা হয়। এরপরই শুরুর দিকে চাকরিচ্যুত ব্যাংকাররা ঢাকা ও চট্টগ্রামের প্রেস ক্লাব সহ বেশ কয়েকটি জায়গায় শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেন।কিন্তু ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সেইগুলো আমলে না নিয়ে বরং আরো বেশি কর্মী ছাঁটাই করেছে।আন্দোলনের সেই ধারাবাহিকতায় বিশিষ্ট সংগঠক ও কানাডা প্রবাসী সাংবাদিক জনাব মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহব্বানে পটিয়া সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে পটিয়া পোস্ট অফিস প্রেস ক্লাবের সামনে বারবার ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয় কিন্তু দেখা যায় সেখানে অল্পসংখ্যক ব্যাংকার উপস্থিত হয়েছিলো।যেখানে হাজার হাজার কর্মী চাকরিচ্যুত, সেখানে এইরকম একটা প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে খোদ ব্যাংকারদের অনুপস্থিতি বিষ্ময়ের জন্ম দিয়েছে।উল্লেখ্য উক্ত সভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পীরে তরিকত এয়ার মোহাম্মদ পেয়ারু,সাবেক ভাইস চেয়ারম্যান ডা এমদাদুল হক,সহ অন্যান্য সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।