1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
Waste To Resource’ ও ‘GSTU Cleaning Project’-এর উদ্যোগে গোবিপ্রবিতে Waste Audit সম্পন্ন পড়ন্ত বিকেলের নামহীন আপনজন -সামান্তা কবির পৌরসভা ১নং ওয়ার্ড হযরত ইমাম হোসাইন ইসলামি ফাউন্ডেশন এর উদ্যোগে আজিমুশশান ৬তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত যুব নিশান ক্লাব নির্বাচনে সহ–সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নমিনেশন ফরম জমা দিলেন তরুণ ব্যবসায়ী খোকন মিয়া কবিতা-এম. হেলাল বিন ইলিয়াছ পারিবারিক শত্রুতার জেরে স্কুল পড়ুয়া এক ছাত্রকে হত্যার চেষ্টা রক্তের প্রবাল-সাহেদ আহমেদ রেজা পটিয়ায় আল মুজতবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত পটিয়ার কণ্ঠস্বর-মোহাম্মদ শহীদুল আলম শরীয়াভিত্তিক ব্যাংকে গণহারে কর্মী ছাঁটাই।চাকরি যাবেনা গ্লোবাল ইসলামি ব্যাংকের কর্মকর্তাদের

সাপের  কামড় হয়ে উঠেছে বহুমুখী রোগের মহাঔষধ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক : হৃদয় চক্রবর্তী

সাপ কামড়াচ্ছে মানুষকে; স্বেচ্ছায় সে কামড় খাচ্ছে মানুষ। নারী, পুরুষ, শিশু সকলেই অপেক্ষা করছে সাপের কামড় খাওয়ার জন্য। এমন কয়েকটি ভিডিও এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, একটি গাছের ডালে সবুজ রঙের ছোট ছোট সাপ জড়ো হয়ে আছে। একটু পর এক বৃদ্ধ ছোট একটি সাপ তুলে নেন। সেই সাপ অন্য আরেকজনের শরীরে কামড় বসিয়ে দেয়! এরপরই ওই বৃদ্ধ তার আঙুল দিয়ে সেই কামড়ের জায়গাটা শক্ত করে চেপে ধরেন। কিছুক্ষণ পর দেখা গেল, তিনি একই কাজ করছেন অন্য এক ব্যক্তির হাতেও। এমনকি ছোট শিশুদের ক্ষেত্রেও এই সাপের কামড় দেওয়ানো হচ্ছে।

অবাক করার মতো ব্যাপার হলো এই স্থানে আরও অনেক মানুষ জড়ো হয়েছে। যারা স্বেচ্ছায় এই সাপের কামড় নিতে এসেছে। যে ব্যক্তি এই কাজ করছিল তার নাম রোজালিও কালিত, স্থানীয়রা তাকে ডাকে দাতু কামান্দাগ বলে। তার দাবি, অতীতে তার পোষা একটি সাপ তাকে কামড়েছিল। তিন দিন পর তিনি লক্ষ্য করেন যে তার বেশিরভাগ অসুস্থতা সেরে গেছে। এই ঘটনার পর থেকেই তিনি এবং তার মেয়ে এই সাপের মাধ্যমে চিকিৎসা শুরু করেন। তারা বিশ্বাস করেন, এই সাপের বিষের ঔষধি গুণাগুণ রয়েছে এবং এর মাধ্যমে রোগ নিরাময় হয়।

দাতু কামান্দাগের মেয়ে জানান, তারা যে সাপ ব্যবহার করছেন, তা হলো এক ধরনের ফিলিপাইন পিট ভাইপার, যার নাম ট্রপিডোলেমাসের সাবানুলাটাস। ফিলিপাইনের মানোবো উপজাতিরা ঐতিহ্যগতভাবে বিশ্বাস করে, এই সাপ বিষ নিরাময় এবং ঔষধি উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এ প্রথা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গভীর অংশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট