প্রতিবেদন :হেলাল বিন ইলিয়াছ
নতুন ব্রীজ দক্ষিণ চট্টগ্রামের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ,সাতকানিয়া, লোহাগড়া, বাশঁখালী তথা প্রাকৃতিক অপার সৌন্দর্যের রাণী বান্দরবান সহ পৃথিবীর বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজার ও টেকনাফের যাত্রীরাও এ পথে চলাচল করে। এছাড়া ঢাকা সহ বিভিন্ন দুর দুরান্ত এলাকা হতে হাইওয়ের ছোট বড় গাড়ি চলাচল করে। দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় হয় কর্ণফুলী নদীর নতুন ব্রীজের দুই ধারে তীব্র যানযট সৃষ্টির কারণে। এছাড়া যানযট সৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেলে নতুন ব্রীজের উপরও যানযট সৃষ্টি হয়। আবার ব্রীজের টুল নিতে দীর্ঘ সময় ব্যয়েও যানযট সৃষ্টির কারণ। কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস সৃষ্টি খুবই জরুরি। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, রিক্সা – সিএনজি’র যত্রতত্র পার্কিং, গাড়ির ড্রাইভার এর নিয়ম ও আইন তোয়াক্কা করে দ্রুত যাতায়াতের জন্য অনেক সময় যানযট সৃষ্টি হয়। কর্তৃপক্ষের সদয় সৃষ্টি আকর্ষণ পূর্বক, ড্রাইভার এর সচেতনতা ও সহযোগিতা, ট্রাপিকদের সহযোগিতা ও মাননীয় মেয়র মহোদয়ে সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জরুরী প্রদক্ষেপ নেওয়া জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে সচেতন মহল হতে।