শরতের হাওয়া
আব্দুল কাদেরশরতের ওই বিকেল বেলা
কোমড় দুলে করবো খেলা
তাকধি না ধিন নেচে দুলে
হাসব সবাই মনটা খুলে ।সন্ধ্যা হলেই জ্বলবে আলো
আকাশ দেখো স্বচ্ছ ভালো ।রঙিন হয়ে দিনটা যেনো
ঋতু এসে ডাকছে হেনো
ময়না টিয়া উরৎ ফারৎ
ছুটে চলে কাঁপে মারৎ ।কী যে সুন্দর বইছে হাওয়া
নাচে পেঁচা শালিক বাওয়া
রঙধনু রং আয় ছুটে আয়
বিলের ধারে কাশফুল গাঁয় ।