গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (GSTU)-এ আজ অনুষ্ঠিত হয়েছে এক প্রশংসনীয় পরিবেশবান্ধব কার্যক্রম—“Waste To Resource” এবং “GSTU Cleaning Project”-এর যৌথ উদ্যোগে Zero Waste GSTU Campaign-এর অংশ হিসেবে সম্পন্ন হয় একটি Waste Audit।
জাতীয় পর্যায়ে নিবন্ধন প্রক্রিয়াধীন পরিবেশভিত্তিক সংগঠন “Waste To Resource” বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে, যা গোবিপ্রবির শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত।
আজকের অডিটে অংশ নেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা পুরো ক্যাম্পাসজুড়ে ডাস্টবিনের অবস্থা, বর্জ্যের ধরন ও পরিমাণ, বর্জ্য ছড়িয়ে পড়ার ধরণ এবং অনানুষ্ঠানিক ডাম্পিং স্পটগুলো পর্যবেক্ষণ ও নথিভুক্ত করেন।

পর্যবেক্ষণের ফলাফলে দেখা যায়,
আয়োজকদের মতে, এই অডিটের ফলাফল ভবিষ্যতে GSTU-কে একটি সম্পূর্ণ জিরো ওয়েস্ট ক্যাম্পাসে রূপান্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।