রক্তের প্রবাল
সাহেদ আহমেদ রেজাকুসুম রক্ত ঝরে যাচ্ছে তীরের আঘাতে,
ইট-পাটকেল ধেয়ে আসছে - পালাও মজমা ফেলে।
মধুর কণ্ঠে ধ্বনি ভাসে,
একটু আশ্রয়ের...
আর কত ঝড়বে প্রাণ
অনাহারী ছানা পোকার?বিন্দু জল ঝরে পড়ে ঝর্ণার গহীনে,
সবে মিলে ঢলে পড়ে - নিমিষেই তা গড়িয়ে যায়,
ঝর্ণার মিলে না দেখা...অবিচল মরুভূমিতে তবে প্রাণ এভাবেই ঝড়বে,
তৃষ্ণায় ধুকে ধুকে।মহাজনেরা বিষ ঢেলে দেয় বিস্তার সমুদ্রে,
“মরুক পোকা, ধুয়ে যাক,
আপদ হোক বিদায়”—
পোকার রক্তের সুঘ্রাণে
মহাজনেরা তোলে বিজয়ের উল্লাস!কত প্রাণ অবিচারে লুটে পড়ে,
দাফনের নেই গোরস্থান।সমুদ্রের তীরে গা মেলে দেখা —
সমুদ্র কতটা বিস্তার!
কিছু ভেলা ভাসিয়ে দিলেই,
নিস্তার পেত রক্তের প্রবাল।