নজরুল স্মরণে
জাফর আহম্মেদ মুগ্ধতুমি ছিলে ঝড়ের বাণী, বিদ্রোহে জাগ্রত তান,
তব কণ্ঠে ধ্বনিত হতো প্রেম-স্নিগ্ধ, অমেয় গান।
গানের ছন্দে ভেসে থাকত আল্লাহর অনন্ত নাম,
ভক্তি জ্বলত দীপ্ত দীপে— নামাজসম পবিত্র ধাম।বাংলার বুকে আজও বাজে, সেই প্রেরণার চিরসুর,
তোমার কণ্ঠে গাঁথা স্বপ্ন— আলোর মতো, চির-নূর।
স্মৃতির শিখায় জ্বলে চোখে, ভালোবাসি দ্বিগুণে,
তুমি আছো হৃদয়তলে— ছন্দে, প্রাণে, গভীর গুণে।তোমার কবিতায় দীপ্ত ইসলাম, গানে মানবতার দান,
তুমি ছিলে শান্তির ভাষ্য, মুক্তির এক মহা-প্রমাণ।
তব রূহের মাগফিরাত চাই, পরম করুণাময়ের কাছে—
আলোকময় হোক আকাশপথ, শান্ত থাকো আলোর মাঝে।মৃত্যুদিনে নয় শুধু শোক— আজ শ্রদ্ধা প্রার্থনায়,
তোমার স্মরণ জাগায় আলো, হৃদয়-মায়ার ছায়ায়।
তোমার গানে পাই যে ধ্বনি— জয়ের জ্বলন্ত গান,
তুমি চিরকাল বাংলার কবি— পবিত্র কাব্য-ঐশান।