বাংলার দিশারী তুমি,
মুক্তির আলোকবর্তিকা,
নিশ্ছিদ্র রাতে হারিয়ে গেলে
দেশদ্রোহীর গুলিরিকা।
ধানমন্ডির সেই বাড়িটিতে
ঝরল রক্ত ঝরঝরে,
বাংলার আশা ভাঙল সেদিন
অশ্রুধারার স্রোতঘরে।
স্বাধীনতার নির্মাতা তুমি,
দুঃখী মানুষের আপনজন,
তোমার ডাকে জেগেছিল
বাংলার প্রতিটি প্রাণমন।
কিন্তু বিশ্বাসঘাতকের হাতে
ঝরে গেল পরিবারসহ,
আকাশ কেঁদে, বাতাস কেঁদে,
বাংলা আজও শোকে দহ।
১৫ আগস্ট শুধু নয় শোক,
এ শপথের প্রতীক মহান—
“আদর্শ তোমার বুকে রেখে
চলবে বাংলা অম্লান।”