বাংলায় বছর গুনা
রাহুল বড়ুয়াবৈশাখ জ্যৈষ্ট এই দুইমাস
গ্রীষ্ম ঋতু হয়,
আষাঢ় শ্রাবণ এই দুই মাসে
বর্ষা ঋতু রয়।ভাদ্র আশ্বিন মাসকে কিন্তু
শরৎ কাল ধরে,
কার্তিক অগ্রহায়ন হেমন্ত কালে
গোলায় ধান ভরে।পৌষ মাঘ শীত পড়ে খুব
ভাবা যাইনা ভাই,
ফাল্গুন চৈত্র মাসে কিন্তু
গাছের পাতা ঝড়ে যাই।সবার শেষে বসন্ত ঋতু
বলছি আমি তাই,
এভাবেতে সারা বছর
বাংলায় গুনা যায়।