ভালো নেই আমি, খুব একা মনে হয়,
আলোর শহরে আজ আঁধার ঢেউ খায়।
হাসির মুখোশে চাপা পড়ে বেদনা,
নিজেকেই জিজ্ঞেসি — কই, আমার মনটা?
আকাশটা নীল, তবুও কেমন ফাঁকা,
পাখিদের গানেও নেই আর মাধুর্য দেখা।
চেনা মুখগুলো অচেনা লাগে,
হৃদয়ের দরজা কেউ কি আর ঢাকে?
চাই শুধু একটু বোঝা, একটু স্পর্শ,
কারো কাছে থাকা — ক্লান্ত হৃদয় হর্ষ।
ভালো না থাকা কি দোষের কিছু?
আমিও তো মানুষ, স্রেফ এক টুকরো পিছু।