শীতের সকালে মৃদু কুয়াশার রেশ,
তারি মাঝে সূর্যের উকি ভালো লাগে বেশ।
সূর্যের লাল কিরণেই যেন ফুটে ওঠে,
বাংলার আসল বেশ।
কুয়াশায় শিশিরে ভেজা দেশ,
রূপ কথার মতো এ যেন অচিন কোন দেশ।
উড়ে শত পাখি ভরে যায় আঁখি।
বৃষ্টির ফাঁকে রোদ্রু যদি থাকে -
প্রকৃতির রঙের খেলায়'
রঙধনু সাত রঙে পাখনা মেলায়।
পাশে নদীতে দুপুর বেলায়,
ছোট ছেলেরা মাতে-
সাতার আর মজার খেলায়।
পাশের জাম গাছের বড় একটি ডালে'
উঠে তারা লাফ দিয়ে পানির ভেতর পাড়ে।
পাখির মতো নদী টারে দেখছে তারা উড়ে,
মাছের মতো ডুব মেরে পানির ভেতর ঘুরে।
শৈশবেরি আসল মজা প্রকৃতির সাথে মেলে,
কাটিয়ো না তাই শৈশব কে
ছোট মুঠোফোনের জেলে।
মোহাঃ অলিউল ইকরাম তাহা