নীল আকাশ হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে যায়,
হাসি ভরা মুখগুলো মাটিতে নিথর হয়ে যায়।
শিশুরা—যাদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার,
তারা আজ পরিণত হলো অশ্রুর সমুদ্রে হারানো আলোয়।মাইলস্টোনের প্রতিটি দেয়াল আজ নীরব,
শিক্ষক-শিক্ষার্থী আর সহযাত্রীর আর্তনাদ বয়ে আনে ভয়ংকর ।
কোনো ডায়েরি খোলা থাকেনি শেষ লেখা লিখতে,
কোনো স্বপ্ন ফেরেনি আঁকা রং তুলিতে।পোড়া ধাতুর গন্ধে ভেসে যায় শহরের বাতাস,
নিশ্চুপ আকাশের দিকে তাকিয়ে থাকে মানুষের বিশ্বাস।
হে সৃষ্টিকর্তা, এ কোন পরীক্ষা, কিসের উত্তর চাই?
কেন স্বপ্নগুলো আগুনের স্রোতে হারিয়ে যায়?আজ শুধু প্রার্থনা,
নিহতদের রুহের মাগফিরাত দাও, হে দয়াময়,
বেঁচে থাকা হৃদয়গুলোকে শক্তি দাও সহনশীলতায়।
একদিন হয়তো আকাশ আবার নীল হয়ে উঠবে,
কিন্তু মাইলস্টোনের এই ক্ষত কোনোদিন ভরবে না
চিরদিন কাঁদবে ইতিহাসে এই বিমান দুর্ঘটনা।