1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আল মুজতবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত পটিয়ার কণ্ঠস্বর-মোহাম্মদ শহীদুল আলম শরীয়াভিত্তিক ব্যাংকে গণহারে কর্মী ছাঁটাই।চাকরি যাবেনা গ্লোবাল ইসলামি ব্যাংকের কর্মকর্তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী-মোহাম্মদ শহিদুল আলম। চিঠি দিবসে “আহমেদ রাজুর” বিশেষ কলাম হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে, প্রধান শিক্ষকের মিথ্যা মামলার কঠোর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি(কামরুজ্জামান) এর দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ বিদ্রোহের আলোয় তুমি অমর -চাতক শাকিল নজরুল স্মরণে —জাফর আহম্মেদ মুগ্ধ বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিলের আয়োজন

ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ এবং আহত শতাধিক।

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

বিমান বিদ্ধস্তের ঘটনায় নিহত ২৩ এবং আহত শতাধিক।

প্রতিবেদক:হৃদয় চচক্রবর্তী।

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার F7 বিমান। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩জন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৬৪ জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির পরিচালক মো. নাসিরউদ্দিন জানান  চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা  গুরুতর বিবিসি সূত্রে জানা যায়

কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ পরিদর্শনে গেলে হাসপাতালটির ভেতরে-বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ দুপুরের পর আহতদের হাসপাতালে ভর্তি করার পর থেকে সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

তাদের প্রটোকল এবং তাদের সঙ্গে থাকা লোকজনের ভিড়ে হাসপাতালের ভেতরে- বাইরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।

এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত অনেকে।

আহতদের স্বজন ও উৎসুকদের ভিড় সামলাতে বেগ পেতে হয়েছে হাসপাতালটির নিরাপত্তা কর্মীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও।

বার্ন ইউনিটের জরুরি বিভাগে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫১ জন ভর্তি হয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির জরুরী বিভাগ।

গুরুতর আহতদের জন্য অনেক সেচ্ছাসেবী সংগঠন রক্ত দানে আহ্বান জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, এ মুহূর্তে রক্তের প্রয়োজন নেই। তবে যারা রক্ত দিতে ইচ্ছুক, তাদের নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে যাতেকরে প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করা যায়।

সূত্র হতে জানা যায় সেখানে এখনো অসংখ্য মানুষ ভিড় করে আছেন। তাদের মধ্যে অনেকে এসেছে আহতদের সাথে আর অনেকে এখনো স্বজনদের খুঁজছেন।

এই স্বজনদের অনেকে তাদের সন্তানদের ছবি নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন। এই হাসপাতালেও তারা স্বজনকে খুঁজতে এসেছিলেন।

প্রাথমিকভাবে এই হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তাদের অনেকে অন্যান্য হাসপাতালে চলে গেছেন। এখনো ২৩ জন ভর্তি রয়েছেন বলে জানান সূত্র।

কিছুক্ষণ পরপরেই সেখানে রোগীদের স্বজনরা আসছেন, ছোটাছুটি করছেন।

আহতদের জন্য রক্তের প্রয়োজন হলে অনেকে স্বেচ্ছায় রক্ত দিতে হাসপাতালে এসেছেন।

মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর অনেকেই স্বেচ্ছাসেবাী হিসাবে উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন।, ওই স্কুল থেকে আহতদের উদ্ধার করে শুরুতেই এই আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল যাদের বেশিরভাগের শরীরের নানা অংশ পুড়ে গিয়েছে।

আহত বা দগ্ধ অবস্থায় যাদের আনা হয়েছে, তাদের বেশিরভাগের বয়স ছিল ১০ থেকে ১৮ বছরের মধ্যে। অর্থাৎ তারা প্রায় সকলেই ওই স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। তাদের কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছে, কাউকে কাউকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহী চৌধুরী জানান,  সুপারসনিক গতির বিধ্বস্ত হওয়া বিমানটি এফ-৭ ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন হতে পারে, যা

চীনের তৈরি।

বাংলাদেশ এই এফ সেভেনের বিভিন্ন ভার্সন প্রায় তিন দশক ধরে ব্যবহার করে আসছে বলে জানান মি.চৌধুরী।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেখানে আরো জানানো হয় যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিমান বাহিনীর এই যুদ্ধবিমানটির  আকস্মিক বিধ্বস্তের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ০১ টা ০৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

আইএসপিআর আরো জানান দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ এর দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ২৩ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।

উক্ত অনাকাঙ্খিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে।

সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে ।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান  আইএসপিআর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট