আজ রাস্তায় বের হয়েছি ক্লান্ত---
শরীরে।
দেখি চারিদিকে হাহাকার নৈঃশব্দ্য কেউ নেই কোথাও--কিন্তু
এক শিশু পথে,
রাস্তা থেকে পাতা তুলছে ,মনে হচ্ছে---
রাস্তা থেকে নয়।
জননীর ত্বক থেকে পাতা তুলছে এতো যত্ন করে এতো ভালোবেসে, আমি পাতা তুলতে দেখি নি--আমি
জিজ্ঞেস করলাম তুমি কে?
কণ্ঠ রুক্ষ করে বললো আমি পাতা কুড়ানি।
আমি আমার জন্মদাত্রী জননী অভুক্ত --
দীর্ঘ কয়দিন ডাল আছে তো,চাল নেই, চাল আছে
তো খড়ি নেই, তাই আজ পথের বাকে ধূলোই
পড়ে থাকা অবহেলিত পাতা কে?কুড়াতে এসেছি অন্ন
রন্ধন করবো।
তবে আমাদের দহন জ্বালানো উদরস্থ ঠান্ডা হবে অন্ন
আহারে, আমি আমার জননী শান্তি পাবো,এই পাতা
আমার ভাগ্য বিধাতা।