নিঝুম রাতে কল্পনার সাগরে
ডুব দিয়ে থাকি,
শতো সহস্র বাধার মুখে
তোমায় হৃদয়ে রাখি।
তোমার জন্য দিবস-রজনী
এক আমার কাছে,
প্রভাত হতেই কোকিল পাখি
ডাকে শিমুল গাছে ।
তোমায় নিয়ে স্বপ্নবুনি
ভাবি তোমার কথা,
তোমার জন্য গাঁদা ফুলের
আছে মালা গাঁথা।
মুক্তো মিশ্রিত কথাগুলো
শুধুই হৃদয় কাড়া,
কোন স্থানের মাটি দিয়ে
তোমার হৃদয় গড়া।
আকাশ-বাতাস চন্দ্র-সুরুজ
আছে যাহা ধরায়,
মুগ্ধ হই আমি শুধু
তোমার মিষ্টি কথায়।