তোমার চোখে আমার জন্য প্রেম দেখেছি
ভালোবাসা দেখিনি, দেখিনি আমাকে হারানোর ভয়
অথচ আমার তোমাকে হারানোর ভীষণ ভয় ছিলোআর কি কপাল আমার দেখো?
তুমি ঠিক- ই ধূসর কুয়াশায় হারিয়ে গেলে
কতশত আকুলতায় হাজারো বাহানায়
তোমাকে আর ফেরাতে পারলাম নাএকটা পোষা বিড়ালকে একবেলা খাবার দিয়ে একটু যত্ন করেও দেখেছি
সে একটু যত্নের আশায় পরেরবার দৌড়ে ছুটে এসেছে
আমি তো তোমার কাছের মানুষ ছিলাম
বিপদে আপদে সবর্দায় পাশে থাকতাম
তবুও কি আমার প্রতি মায়া জন্মেনি একটুও
মন কি সায় দেয়নি আমার হয়ে থেকে যেতেজীবন তো আর খুব বড় নয়
সুখে দুঃখেই কাটিয়ে দিতাম এই ছোট্ট জীবন
তোমার আমার এই নাম না জানা গল্পের একটা নাম হতো
সবাই আমাদেরকে দেখিয়ে গর্ব করে বলত অবশেষে দুজনে একসাথে
সম্পর্ক তো এমন ই হওয়া দরকার
দুজনে একে অপরের পাশে ছায়ার মতো থাকবে
আজ শুধু তুমি পাশে নেই
কিন্তু মনে হয় আমি এক নীড় হারা পাখি
যার অন্ধকার রাত্রি কাটানোর সামান্য জায়গাটুকু ও জোটেনা।বর্ষা আক্তার পিচ্চি
কবি ও লেখক