ছোট্ট বেলায় খেলা ছিল, মাঠে বনে ধান,
মাটির ঘ্রাণে মন ভরে যেত, ছিল না কোনো মান।
ছোট্ট পায়ে দৌড় দিতাম, কাঁদা মাটি ঘেঁষে,
আকাশ দেখে স্বপ্ন বুনতাম, পাখির সাথে মিশে।কাঠের ঘোড়া, কাগজের নৌকা, বৃষ্টিতে ভিজে যাওয়া,
মায়ের কোলে ঘুমিয়ে পড়া, স্বপ্নে হারিয়ে যাওয়া।
নদীর ধারে হাঁটা ধরা, কাকের ডাকের গান,
চাঁদের আলোয় গল্প শোনা, নানীর মুখের জান।স্কুলের পথে ব্যাগটা কাঁধে, চোখে রঙিন স্বপ্ন,
সেই দিনগুলো হারিয়ে গেলো, সময় গেলো ধ্বংস।
তবু এখনো মন ফিরে চায়, সেই সোনালী বেলা,
শৈশব আমার রঙিন ছবি, হৃদয়ের একেলা।