"ঘৃণা করো আমায়"
মোহাম্মদ সিফাত"
তোমরা যদি ভালোবেসে দেখো,
আমি হারিয়ে যাই নিজেকেই।
তোমাদের চোখে আমি যে
ছবি হয়ে থাকি, তা তো আমিই নই।
ভালোবাসার ঘেরাটোপে
আমি শ্বাস পাই না আর,
পছন্দের পলিশ মেখে
আমার সত্য রঙ হারায় বারবার।
তাই বলি
ঘৃণা করো আমায়, দুঃখ নেই,
কিম্বা দেখো না,অদেখা থাকি চিরদিন।
কিন্তু যদি দেখো, দেখো আমাকে
ভাঙা কাঁচের মতো রাগে ঝলমল স্বচ্ছ বিন্দু বিন্দু চিন।
পছন্দ করো না,
আমার তাতে দুঃখ নেই,
তবে যাকে দেখো, সে যেন আমি হই
একেবারে কাঁচা, অসম্পূর্ণ, রোদে পোড়া সত্যের মতো করেই ।