৩৬ জুলাই
রাসেদা জামিল
আমি ক্ষত বিক্ষত হয়ে
আবার দাড়াতে চায়,.
যে দিন ছাত্ররা নামলো রাস্তায়,
আমরা ছেড়ে দিলাম
ছাত্রাবাস সবাই।
বাঁচবো না হয় মরবো
স্বৈরাচার মুক্ত করবো ।
এদিক সেদিক দেখি
, যেখানে পরে নজর
সেখান থেকে জন্ম হয় ,
পথ চলা অবিচল।
ছাত্ররা থেমে যায়নি,
হয়নি কভূ পরাজয়,
এভাবেই একের পর এক
চলে এসেছে বিজয়ের প্রলয় ।
আমি ভূলবো নাকো জুলাই,
শত শত প্রাণের বিনিময়ে
পেয়েছি তোমায় ।