আমি বলি—
চুপ করো না, জাগো বাংলাদেশ!
কে করেছে চোখে মুখোশ?
কারা দিয়েছে স্বাধীনতার নামে
চেতনার বুকে বিষের রক্তরাঙা পোশাক?
তারা চায়—
‘৭১-এর আগুন নিভে যাক ধুলায়,
শহীদদের রক্ত হোক কেবল পোস্টারে!
তারা ডলারে মেপে দেয় মাটি,
চুক্তির ফাঁকে বন্দি রাখে জাতির মানচিত্র।
আমি বজ্রের মতো গর্জে বলি—
তোমরা যারা মুজিবের নাম শুনে কাঁপো,
তোমরা ইতিহাসের রাজাকার!
তোমরা পবিত্র উপাসনালয়ের গায়ে হাত দাও,
দর্শনের নামে শিশুকে করো কলঙ্কিত!
ঘরে পড়ে থাকে বিবাহিতা বোনের নিথর লাশ,
এই কি নতুন স্বাধীনতা?
তোমরা ব্যবসা করো শহীদদের বুকে,
চাঁদার লোভে ভাইয়ের রক্তে রাঙাও রাস্তাঘাট,
সেন্টমার্টিন, চট্টগ্রাম বন্দর—
সব আজ বিক্রি তোমার দামদরের হাটে!
তোমরা মুখে বলো “মুক্তি!”
অন্তরে পুষে রাখো করাচির অভিশাপ।
তোমরা ছাত্রের কাঁধে বন্দুক রাখো,
আর গড়ো নাটকের মঞ্চ—
নতুন স্বাধীনতার নামে!