এখনো চোখে পড়ে
হেলাল বিন ইলিয়াছ
এখনো চোখে পড়ে রাস্তার ধারে
ডাস্টবিনে আবর্জনার স্তুপে শিশুর লাশ
লাশের গন্ধে বাতাস মস্ত ভারি।
এখনো চোখে পড়ে ডাস্টবিনের আবর্জনায়
খুঁজে বেড়ায় পঁচা গন্ধ খাবার
পথশিশু নয়তো বা কোন হতদরিদ্র।
এখনো চোখে পড়ে নারীর আর্তনাদ
রাস্তার ধারে বখাটে দলের ইভটিজিং
হয়তো নির্যাতিত নারীর মরণফাঁদ।
এখনো চোখে পড়ে গরিবের নির্যাতন
ধনীরা আজও পাষাণ, দরিদ্র অভিশাপ
মৃত্যুর যন্ত্রণা নিরবিচ্ছিন্ন হাসপাতালের বেডে।