যখন প্রথম দেখলাম চোখ দু’টি,
মন যেন থেমে গেল এক নিমিষে—
আকাশের বুক চিরে ঝরল আলো,
তোমার দৃষ্টিতে জ্বলে উঠল জীবন।
হাত কাঁপে না, অথচ কেঁপে ওঠে বুকে শব্দ,
মুখে কিছুই নেই, তবু মনে অগণিত বাক্য।
হাসির আড়ালে লুকায় লজ্জা,
আর হৃদয়ের ভিতরে জন্ম নেয় আশা।
চেনা পথ অচেনা লাগে,
চেনা গানেও বাজে নতুন সুর—
এক মুহূর্তে বুঝে ফেলি,
এই তো প্রেম, এই তো শুরু...
ভালোবাসার অদৃশ্য সেই রঙে,
রাঙিয়ে দিল তুমি আমায় পুরোপুরি।
আর আমি—
চাতক হয়ে তাকিয়ে রই তোমার দিকেই,
চিরতরে।