কাঁশবনে বইছে বাতাস বেশ
হৃদয়ে শুভ্র হাওয়ার রেশ
দূর হোক আজ মনের লোভ দ্বেষ
মুছে যাক ধনী গরীবের ভেদাভেদ।
শেষ হোক ক্ষমতার দাপট
জীবন হোক সুন্দর সার্থক,
কেন হিংসা বিদ্বেষ অনর্থক
ভালো লাগে প্রভাতের আলো
শেষ হোক মনের কালো।
কটু কথা দূর হোক মিষ্টি ভাষ্যে
জীবন কাটুক অনাবিল রহস্যে
সময় চলুক ভালো কর্মের অভ্যাসে।