পাপপূণ্য
মোঃ হেলাল উদ্দিন জিসান
পাপের সাগরে নিমজ্জিত
ভাসছি ঠুল্ক ভেলায়।
পাপের মাঝে পূণ্য খুজি
হাজার তারার মেলায়।
হয়ত বা পাই মাঝে মধ্যে
একটা দুটা পুণ্য
পাপের এই পাপসাগরে
হয় না তাহা গণ্য।
চল সবাই ইচ্ছে করেই
অতীতকে যাই ভুলি।
পাপের চেয়ে পুণ্যের পাল্লা
ভারী করে তুলি।